মানব চিড়িয়াখানায়
এক বিচিত্র প্রাণী আমি,
যার কাছে নিজ স্বার্থ
সর্বাপেক্ষা দামি।
নিজ স্বার্থে স্বার্থপর আমি
কিছুটা প্রতারক,
বহুরুপে গঠিত আমি
কলঙ্কের বাহক।
যার মনে হিংসা
ধীরেধীরে বিকশিত,
কু-কাজে আমার ভাবনা
অবিরাম সম্প্রসারিত।
অহংকার আমার মনে
গুপ্ত এবং বিরাজমান,
অদৃশ্য অহংকারের ছাপ
লুকানো তার প্রমাণ।
নিজ ইচ্ছায় প্রকাশ্য আমার
অস্তিত্বকর আচরণের প্রচারণা,
নিজে মুখে আমার ভাল-মন্দের
পার্থক্যমূলক সমালোচনা।
একেক সময় আমি হতভাগ
অযৌক্তিক আমার কর্মকাণ্ড,
ভাবনার জগতে ভাবার সময় কোথায়
আমি গঠিত, না লন্ড-ভন্ড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন