প্রেমিকার মন খারাপ
তার প্রেমিক দিয়েছে তার হৃদয়ে আঘাত,
আঘাতের কষ্টে কেঁদেছিল প্রেমিকাটি
সাড়াটি অন্ধকারাচ্ছন্ন রাত।
তার উজ্জ্বল দুটি চোখ
পরিণত হয়েছিল ঝর্ণায়,
ভেসেছিল তার হৃদয়
চোখের জলে বন্যায়।
কাঁচের তৈরি তার হৃদয়
আঘাতে ভেঙ্গে দুই ভাগ,
যে হৃদয়ে প্রেমিকের জন্য প্রেম ছিল
আলাদা করে বিভাগ।
অবুঝ সেই প্রেমিক
বুঝেনি প্রেমিকার প্রেমের মর্ম,
বরং তার প্রেমিক হৃদয়ে দিয়েছে আগাত
অস্ত্র আঘাতজনিত কর্ম।
সেই আঘাতে আহত হৃদয়
প্রতিবাদ জানায়,
মুখ ফোটে প্রেমিকা বলেনা কিছু
সে শুধু কাঁদে ব্যর্থ ইশারায়।
তার চোখের ইশারা বুঝতে
অক্ষম প্রেমিক,
প্রেমিকার কষ্টে
সে পথ হারা পথিক।
সে তার কৃতকর্মে
প্রেমিকার কাছে অনুতপ্ত,
নিজের কাছে সে নিজে
তিক্ততায় লজ্জিত।
সে জানে তার প্রেমিকার হৃদয়
পুষ্পের মত কচি,
প্রেমিকার ভাঙ্গা হৃদয় জোড়া লাগাতে
চালায় সে অভিনব কর্মসূচি।
এইভাবে চলে খানিকক্ষণ
প্রেমিক-প্রেমিকায় মন কষাকষি,
তবুও তারা দুজন কাছে থাকে
হাতে ধরে দু'নয়নে পাশাপাশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন