রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

আমি ৪

এই তো বছর তিনের আগের কথা, আমি ছিলাম ধূমপায়ী,
সিগারেট ছিল খেলনা আমার, কিন্তু নয় চিরস্থায়ী।
নিতাম তখন আমি নিকোটিনের অদ্ভুত সেই স্বাদ ,
জানতান এটা ছিল বিনাশসাধক, মরনের এক খাদ।
তামাক পাতার আগুন পুরা ধোঁয়া প্রবেশ করাতাম ফুসফুসে,
বিষ করতাম সেবন আমি প্রতিটি নিশ্বাসে।
কিন্তু আজ আমি নেই পূর্বেকার আমি, আমি আজ নেশামুক্ত,
নই আমি আজ সিগারেটের নেশায় ধূমপানে সংযুক্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন