সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

চলছে গাড়ি যাত্রা বাড়ি


চলছে গাড়ি যাত্রা বাড়ি,
পাহাড়-পর্বত দিচ্ছে পাঁড়ি,
দুটি পাতা একটি কুড়ি,
সঙ্গে করে মাটির হাঁড়ি,
সামনে এল একটি নারী,
পরনে তার লাল শাড়ী,
কিনেছে সখী কাঁচের চুড়ি,
পকেট থেকে হয়েছে চুরি,
কে করলো দুষ্টু বুড়ি,
খাইবে নাকী চিড়া-মুড়ি,
বেশি খেলে বাড়বে ভুড়ি,
ফুলেছে ব্যথায় দাঁতের মাড়ি,
নদীর তীরে ভাসছে তরী,
বাজিয়ে গান ভিন্ন সূরি,
চলছে গাড়ি যাত্রা বাড়ি,
গন্তব্য কোথায় অচিনপুরী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন