আমার মন ঘরে রাজকন্যার স্থায়ী বসবাস,
কিন্তু রাজকন্যা আমার নয় বলে হয়নি প্রেমের নাশ ।
প্রেম আমার সীমাহীনের মধ্যে সীমিত,
রাজকন্যার সৃতি থাকবে অনন্তকাল জীবিত।
কিন্তু সে এখন অনেক দূর, ধরা-ছোঁয়ার বাহিরে,
তবুও যেন সে পেতেছে আসন শূন্য আমার ভেতরে।
জানি সে আমার নয়, কিন্তু আমি হয়েছি তার,
ভাবনার উঠানে ঘটেছে তাই তারই সমাহার।
অন্যদিকে জেগেছে আমার মনে স্বপ্নকন্যার দেখা,
সে থাকে স্বপ্নদেশে আর ব্যস্তবে আমি একা।
মনের ঘরে এখন অন্য কক্ষে স্বপ্নকন্যার স্থান,
কিন্তু রাজকন্যা আমার প্রথম প্রেমের প্রথম জয়গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন