শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

প্রেমের সূর্য

নীলান্তরে উদিত হয়েছে প্রেমের সূর্য
রোদ্দুরে প্রবাহমান ভালবাসা,
সাদা মেঘের কূলে উঠেছে জেগে
দুটি প্রাণের একই আশা।

মধুর এই দুই প্রাণের সম্পর্ক
মধুময় তাদের জগত,
তাদের হাতে সৃষ্ট তাদের
স্বরণীয় প্রেমের একটি শপথ।

যে শপথে নেই অপ্রবিত্রতা
নেই চলনার চিহ্ন,
প্রেমের সূর্য তাই মেলেছে ডানা
নীলান্তরে হয়ে ভিন্ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন