শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

রাজনীতি

উন্মুক্ত আজ রাজনীতির মুক্ত ময়দান,
কাঁটা তারে অবরুদ্ধ এক রাজনৈতিক উদ্যান।
সে উদ্যানে কেউ জুয়াড়ি, কেউ খেলোয়াড়,
কেউবা অভিনয়ে অগ্রনেতার জোয়ার।
কেউ করছে সেইখানে নিজ স্বার্থে দুষ্টু রাজনীতি,
প্রশাসনের হস্তে লাগিয়েছে তালা আজব সেই নীতি।
কেউ আবার জনকল্যাণে প্রতিনিহিত ন্যস্ত,
মা-মাটির সেবায় তারা পূর্ণভাবে ব্যস্ত।

অন্যদিকে অসৎ ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহারে করে রক্তপাত,
গরীব মানুষেরা মাঠে মরে, সাহায্যের পায়না একটু খানি হাত।
হরতাল, বিক্ষোভ, ধর্মঘটে হচ্ছে তারা শিকার,
এই দেশেতে নেই যেন তাদের স্বীয় অধিকার।
তারা কী নয় নাগরিক স্বাধীন এই দেশে,
যেদেশেতে সজ্জিত রাজনীতি ভিন্ন দুটি বেসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন