শুক্রবার, ৭ মার্চ, ২০১৪

খোলা জানালা

এ কেমন খোলা জানালা হৃদয় নামক দেয়ালে,
এ কেমন খোলা জানালা প্রতিটি মানবের আড়ালে।
যেখানে বন্দী আমি, বন্দী তুমি, বন্দী সকল সুখ,
একাকীত্ব চাঁদ হয়ে আসে, হৃদয়ে বেদনাময় নিয়ে রোগ।
চাঁদের আলো রক্তের মতন লাল,
খোলা জানালা রক্তের রঙ্গে আলোকিত। 
সে আলোয় ছায়া মানব আমি, ছায়া মানব তুমি
আর আমাদের মধ্যে খোলা জানালা
যে জানালার এক পাশ আমার, 
অন্য পাশ তোমার,
মধ্যখানে খোলা জানালা
যার মুক্ত দুটি দোয়ার।
মুক্ত ছিল বলেই স্বাধীন ছিল আমাদের প্রেম
পালিয়ে গেল খোলা জানালা হয়ে
সাধ্য নেই প্রতিহত করার।
যদি থাকতো তাহলে দু'পাশ খোলা রাখতাম না 
লাগিয়ে রাখতাম জানালাকে,
আর ভালবাসতাম একা
নিজের হয়ে নিজেই নিজেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন