বুধবার, ১৯ মার্চ, ২০১৪

স্বপ্ন তৈরির কারখানা

স্বপ্ন তৈরির কারখানায় তৈরি হয় বিভিন্ন রঙ্গের স্বপ্ন
লাল স্বপ্ন, নীল স্বপ্ন, গাঢ় সবুজ রঙ্গের স্বপ্ন,
রংধনুর সাত রং মাখানো স্বপ্নও করা হয় তৈরি,
সেসব স্বপ্ন তৈরিতে ব্যবহৃত হয় ভিন্ন স্বাদের উপাদান।
যেমন- একটু আশা, এক বুক ভালবাসা।
এক ঝর্ণা ব্যথা, চোখের কিছু জল,
পুরোনো কিছু স্মৃতি; অপরিবর্তনীয়-অবিকল।
বতর্মানের খেলা, ভবিষ্যৎ নিয়ে চলা।
কিছুটা আবেগ, কষ্ট সাজানো মেঘ।
হাল্কা কিছু হাসি-কান্না,
নোনতা জলের পাতিলে করা হয় রান্না।
তারপর করা হয় পরিবেশন
কাজল কালো ভ্রমরের ডানায় সাজানো হয় স্বপ্ন,
ভ্রমর উড়ে বেড়ায় আমাদের জগৎ ঘিরে,
রঙ্গ-বেরঙ্গের স্বপ্ন দেখায় আমাদেরকে হাতে ধরে।
দেখা সব স্বপ্ন হয়না কিন্তু সত্যি
কিছু স্বপ্ন জন্ম নেয়ার আগেই হয় তাদের মৃত্যু
কালো ভ্রমরের ডানা তখন ভেঙ্গে যায়,
প্রতিবন্ধীর মতন পরে থাকে 
মনের কোন এক কোণায়।
কালো আন্ধারে কালো ভ্রমর
একসময় ত্যাগ করে প্রাণ শেষ নিশ্বাসে,
তবুও স্বপ্ন দেখা হয়না কখনো বাতিল
স্বপ্ন তৈরির কারখানা অনবরত স্বপ্ন তৈরি করে
তাদেরও স্বপ্ন- একদিন না হয় একদিন
তৈরি স্বপ্ন সত্যি হবে, শুধু এই বিশ্বাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন