প্রিয়, যখন আমি চলে যাবো
না ফেরার দেশে
তখন আমার কবিতাগুলোকে
তুমি তোমার করে নিও,
তোমার হৃদয়ের মনিকোঠায়
লুকিয়ে রেখে দিও।
রেখে দিও আদরে,
অনেক যতনে,
এই ভেবে রেখে দিও
যেন আমি আছি গোপনে।
ভেবে নিও আমি ঘুমন্ত
আমার কবিতায়,
আমি ভেবে পরশ বুলিয়ো
ভালবেসে উষ্ণতায়।
ভেবে নিও, আমি বেঁচে আছি
বুকে তুলে নিও আমায়,
লুকিয়ে রেখে দিও কবিতাগুলোকে
হৃদয়ের মনিকোঠায়।
প্রতিদিন নয়, অন্তত একবার
আমায় দেখে নিও,
মাঝে মধ্যে কবিতাগুলোকে
আদর করে দিও।
আমি ভেবে কবিতাগুলোকে
বুকে ঘুমাতে দিও,
ভালবেসে কপালে
একটু হাত বুলিয়ো।
"কোথায় আছি" এই বলে
কবিতাকে জিজ্ঞেস করে নিও,
আমি হয়ে বলবে কবিতা
"ভালবেসে আমায় বুকে রেখে দিও।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন