গ্রামের ঐ তেতুল গাছে
বাস করে এক পেত্নী,
সে নাকি মামতো ভূতের
সবচেয়ে ছোট্ট নাতনি.
প্রেত্নীর ভয়ে কেউ যায় না
তেতুল গাছের কাছে,
সবাই জানে ঐ খানেতে
প্রেত্নী নাকি নাচে.
দুষ্টু প্রেত্নী মাঝরাতে
হটাৎ উঠে জেগে,
মানুষ ধরে রক্ত খায়
যখন যায় রেগে.
দুষ্টু প্রেত্নী ভীষণ রাগি
রক্তে রাঙ্গা চোখ,
ভয়ে অস্থীর গ্রামের মানুষ
শান্তি প্রিয় লোক.
ছোট-বড়, যুবক-বৃদ্ধ
ভয় পায় সবাই,
সাহস বলতে এই গ্রামে
কারো বুকে নাই.
আসলে ঐ গাছে
কোন প্রেত্নী থাকেনা
কুসংষ্কারে আচ্ছন্ন,
ঐ গ্রামের ঠিকানা.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন