শুক্রবার, ৭ মার্চ, ২০১৪

অহংকার

সেই দিন রাতে আয়নার সামনে আমি দাঁড়ালাম,
কিন্তু আয়নায় আমি আমাকে দেখিনি
আমি দেখেছি অন্য এক মানুষ।
বড্ড বিশ্রি ছিল সে দেখতে
বিশ্রি ছিল তার গায়ের রং
বিশাল ছিল রক্ত চোষকের মতন দাঁত
মাথায় হিংস্র দুটি শিং
আগুনের ফোল্কার মতন চোখ
দেখতে লাগছিল অনেক ভয়ংকর।
কে সে? সে তো আমি নই
সে নয় আমার মতন,
সে নয় আমার প্রতিচ্ছবি।
ভয় জাগলো আমার মনে
কে ছিল সে?
ভয়ে ভয়ে তাকে জিগ্গেস করলাম
কী নাম তোমার, 
কী তোমার পরিচয়?
সে উত্তর দিল,
বলল, আমার নাম অহংকার,
আমি বাস করি তোমার মনে,
আর আমার পরিচয় তোমার চাল-চলনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন