বুধবার, ১৯ মার্চ, ২০১৪

একটু খানি হাসি

হাসতে ভালবাসি আমারা সবাই
পৃথিবীতে এমন মানুষ নেই 
যে হাসতে চায় না,
ইচ্ছে থাকুক আর না-ই থাকুক
হাসতে তোমাকে হবেই । 

তবে সব হাসি সমান নয়
রয়েছে হাসির মাঝেও ভিন্নতা,
কেউ হাসে সুখেতে, 
কেউ হাসে দূঃখতে । 

কিন্তু একটু খানি হাসি পারে অনেক কিছু
পারে জীবনকে জীবন্ত করে তুলতে,
জীবনকে রঙ্গিন করতে ।

হাসি যেন তাই এক মূল্যবান সম্পদ,
মায়ের কাছে সন্তানের একটু খানি  হাসি
অগনিত পরিমাণ স্বর্ন হতে দামী ,
পিতার মুখে একটু খানি হাসি 
ফুটাতে পারলে যেন সার্থক সন্তানের জীবন । 

প্রেমিকের কাছে প্রেমিকার মায়াবী মুখের
একটু খানি হাসি স্বর্গ সমতুল্য,
ভাইয়ের কাছে বোনের, বোনের কাছে ভাইয়ের
একটু খানি হাসি সবই সুখের একটি অঙ্গ । 

রাস্তার ফুঁটপাতে বসবাসরত 
মানুষের মুখেও ফুটে একটু খানি হাসি
যখন সে পায় সামান্য কিছু অন্ন । 

অভাব-অনটন, কষ্ট, ব্যর্থতাকে তোয়াক্কা না করে
যখন ফুটে ঠোঁটের কোণায় একটু খানি হাসি
বলব তখন সেই হাসি সব হাসি থেকে ভিন্ন । 

বৃষ্টির দিনে ঝড়ের সময়
ভাঙ্গা ছনের ঘরের ভিতর
প্রবেশ করে যখন বৃষ্টির পানি,
তখনো দরিদ্র কৃষকের স্ত্রীর মুখে 
ফোটে একটু খানি হাসি, 
সেই হাসি হল ভিন্ন,
কষ্টকর একটি হাসি । 

আসলে মানুষ হয়ে সবাই জন্মেছিতো
তাই হাসতে আমাদের হবেই,
জীবন হোক সুখের অথবা দূঃখের
একটু খানি যেন অনেক কিছু ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন