(আমার আঁকা ছবি)
"সুন্দরী"
আবার কোন এক উৎসবে
পেলাম কোন এক সুন্দরীর দেখা,
তার চোখে কালো ভ্রুতে
বিস্মিত বলিরেখা।
ঠোঁটে নদীর মতন
মৃদু শীতল হাসি,
চুলের কোঁপায় আঁচড়ানো চুলে
রাখালিয়া বাজায় বাঁশি।
কমল কচি হাতে
ঝনঝন চুড়ির আওয়াজ,
কপালের মধ্যস্থলে
সূর্যের ন্যায় উদিত টিপের সাজ।
শাড়ীর আঁচলে ছিল বাঁধা
আসাধারণ রুপের খেলা,
নাগিনীর মত ছিল বিষাক্ত
কোমর দোলিয়ে চলা।
ক্লান্ত শিউলি ফুলের মতন
উজ্জল মুখখানি,
সপ্তসুরে ভেসে গেল
চোখেরো চাওনি।
তার চোখে চোখ রেখে
আমি পারিনি দাঁড়াতে,
সে ছিল অনেক ব্যস্ত
উড়ন্ত বাদলের দিশাতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন