বুধবার, ১৯ মার্চ, ২০১৪

অংক কষা

অংক আমি করতে পারি না
অংকে ভীষণ কাঁচা,
অংক হতে মুক্তি দিয়ে
আমায় কেউ বাঁচা।

পিতার বয়স এতো হলে
পূত্রের বয়স কত,
এই অংকে বল কেন
ঝামেলা শত শত।

এ স্কোয়ার আর বি স্কোয়ার
যেন দুই ভাই,
অংক বই নিয়ে বসলে
স্যারের বকা খাই।

পাটিগণিতে-বীজগণিতে
কঠিন যত সুত্র,
জ্যামিতিতে আরো কঠিন
ত্রিকনোমিতির মন্ত্র।

তন্ত্র-মন্ত্রের মায়া জালে
গড়া সুদের অংক,
চক্রবৃদ্ধির হারে কত
বার্ষিক জমার লক্ষ্য।

প্যাজেন্ট ভ্যালূ এতো হলে
ফিউচাড় ভ্যালূ কত,
তার চেয়ে আরো কঠিন
ম্যাট্রিক্সের গুণেরা যত।

কত-শত অংক নিয়ে
বাঁধা এই জীবন,
কসাই অংক হয়না কেন
সহজে তোর মরণ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন