ইচ্ছে হয় মাঝে মধ্যে লিখে ফেলি কাব্য,
ইচ্ছে হয় মাঝে মধ্যে হয়ে যাই অসভ্য।
ইচ্ছে হয় মাঝে মধ্যে হারিয়ে যাই দূরে,
ইচ্ছে হয় মাঝে মধ্যে বিষপানে যাই মরে।
ইচ্ছে হয় মাঝে মধ্যে চাঁদের পাহাড়ে যাই,
ইচ্ছে হয় মাঝে মধ্যে আফিম-সিগারেট খাই।
ইচ্ছে হয় মাঝে মধ্যে করি ছিন্ন আত্মীয়তার বন্ধন,
ইচ্ছে হয় মাঝে মধ্যে দেই ভাসিয়ে ক্রন্দন।
ইচ্ছে হয় মাঝে মধ্যে করি কিছু ভুল,
ইচ্ছে হয় মাঝে মধ্যে রাগে ছিঁড়ি কারো চুল।
ইচ্ছে হয় মাঝে মধ্যে করি লীলাখেলা,
ইচ্ছে হয় মাঝে মধ্যে অলস কাটাই বেলা।
ইচ্ছে হয় মাঝে মধ্যে খোলি কারো শাড়ী,
ইচ্ছে হয় মাঝে মধ্যে মন্দ কাজ করি।
ইচ্ছে হয় মাঝে মধ্যে করি একটা খুন,
ইচ্ছে হয় মাঝে মধ্যে ভেঙ্গে ফেলি সকল নিয়ম-কানুন।
ইচ্ছে হয় মাঝে মধ্যে রং-তুলি নিয়ে বসি,
ইচ্ছে হয় মাঝে মধ্যে অন্যের দুঃখে হাসি।
ইচ্ছে হয় মাঝে মধ্যে মন-মন্দীরে আসুক দেবি প্রতিমা,
ইচ্ছে হয় মাঝে মধ্যে তাকে ডাকি প্রিয়তমা।
ইচ্ছে হয় মাঝে মধ্যে দেখি খারাপ কিছু,
ইচ্ছে হয় মাঝে মধ্যে না ফিরে তাকাই পিছু।
ইচ্ছে হয় মাঝে মধ্যে ভুলে যাই ধর্ম,
ইচ্ছে হয় মাঝে মধ্যে নিষিদ্ধ করি কর্ম।
ইচ্ছে হয় মাঝে মধ্যে যাই বনবাসে,
ইচ্ছে হয় মাঝে মধ্যে বিনাশ হই সর্বনাশে।
ইচ্ছে হয় মাঝে মধ্যে পান করি মদ,
ইচ্ছে হয় মাঝে মধ্যে ডাকি নিজের বিপদ।
ইচ্ছে হয় মাঝে মধ্যে সাজাই নিজের স্বর্গ,
ইচ্ছে হয় মাঝে মধ্যে করি অনর্থক গর্ব।
ইচ্ছে হয় মাঝে মধ্যে উল্টে যাক জীবন,
ইচ্ছে হয় মাঝে মধ্যে গড়ি স্বীয় কবিতায় ভুবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন