একাকীত্ব আমার সবচেয়ে কাছের বন্ধু
আমি যেখানে যাই,
সেখানেই একাকীত্বকে খোঁজে পাই।
আমার সর্বস্তজুড়ে একাকীত্বের বস-বাস,
একাকীত্বের সাথে আমার রচিত
প্রতিদিনের ইতিহাস।
চোখের পাতা খোলা থাকুক,
আর না-ই বা থাকুক
একাকীত্ব আমার সম্মুক।
রাত্রি হলে যেভাবে
নিলান্তর কালো হয়ে নামে অন্ধকার,
তেমনি আমার জগতে একাকীত্বের সমাহার।
এই ধারায় সময় চলে যায়
একাকীত্বের হাতে,
একা চলে যায় আমার সময়
একলা একটি হিমালয়ের পথে।
সে হিমালয়ের নাম একাকীত্ব
যাকে আদর করে আমি বন্ধু বলে ডাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন