মহাপুরুষেরা বলেছেন, মন আকাশের মত বিশাল
আকাশের মত মনেরও নেই সমাপ্তি,
মনের উঠান সীমাহীন, উদারতায় ভরপুর,
বিলিয়ে দেয় সবকিছু যতই না থাকো দূর।
আমি বলি, শুনো মহাপুরুষের দল,
মনের উঠানে কেউ করে না চলাচল।
উঠান অনেক ক্ষুদ্র, সীমিত হবে প্রায়,
যে চলে উঠান ছেড়ে সে ফের না পিছু চায়।
আর আকাশ, মানলাম আকাশ বিশাল
তাই বলে মন নয় আকাশ, মন আগ্নেয়গিরি,
বিরাট পাহাড়ের গায়ে দাড় করা কষ্টের খাড়া সিঁড়ি।
কষ্টের তাপে, উদারতার চাপে, জ্বলে নিজের ভেতর নিজে,
যে যায় ভেতর ছেড়ে সে ফের আসেনা প্রিয় কাজে।
জানি, কেউ মানবেনা আমার কথা
সবাই বলবে মন হল আকাশ,
আমি শুধু একাই মনকে বলবো আগ্নেয়গিরি,
যাই হোক, তোদের মনের খরব আমি জানি না,
হতে পারে তোদের মন আকাশ
তবে আমার নয়, আমার মন আগ্নেয়গিরি,
নিজের ভেতর নিজে জ্বলেছে অনেক
এখন পাহাড়ের গায়ে ছড়িয়ে দিয়েছে কষ্টের লাল লাভা,
জ্বলে-পুঁড়ে ছাই উদারতার যত ছিল নীল আভা।
তেমন যদি না হত,
তাহলে আমিও মহাপুরুষের সাথে সুর মিলাতাম,
আমিও বলতাম, মন আকাশের মত বিশাল
আকাশের মত মনেরও নেই সমাপ্তি
মনের উঠান সীমাহীন, উদারতায় ভরপুর,
বিলিয়ে দেয় সবকিছু যতই না থাকো দূর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন