আমি আমার অন্ধকার দেখেছি
তোমার চোখের জলন্ত আগুনে,
আমি আমার নিরবতা দেখেছি
তোমার কন্ঠের উচ্চ স্বরে,
আমি আমার কান্না দেখেছি
তোমার হৃদয়ের চৌচিরতায়,
আমি আমার হাসি দেখেছি
তোমার বাঁকা ঠোটের কমলতায়,
আমি আমার সুখ দেখেছি
তোমার কথার ফাঁকে,
আমি আমার কষ্ট দেখেছি
তোমার স্মৃতি অংকিত বুকে.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন