শুক্রবার, ৭ মার্চ, ২০১৪

একটি কবিতার আত্মকাহিনী


আমি একটি কবিতা,
আমার জন্ম কোন এক কবির হাতে
সে তার অনুভূতি শব্দে প্রকাশ করেছিল বলেই আমার জন্ম। 
সে আমাকে লিখে রেখেছিল রাস্তার পাশে প্রাচীনতম দেয়ালে,
আমি তাই ছিলাম রাস্তায় পথিকদের সঙ্গী। 
আমার পাশ দিয়ে যেত কতই না পথিক,
রাস্তার পাশে আমার উপস্থিতি ছিল অকল্পনীয়
আমি ছিলাম তাই পথিকদের জন্য আকর্ষণীয় অধিক। 
আমি বসে, কখনো বা দাঁড়িয়ে দেখতাম পথিকদের
তারা বহুরূপি পথিক, একেক জন একেক রকম,
ছেলে-মেয়ে, বৃদ্ধ, যুবক এবং যুবতি
বয়স কারো বেশি, করো আবার কম। 
সকল বয়সের বয়সী মানুষ
যেত আমার পাশ দিয়ে
যাবার সময় পড়ত আমাকে
পড়া শেষে করত নানা মন্তব্য, 
অতঃপর চলে যায় তারা
যেখানে তাদের গন্তব্য। 
কেউ আজও জানতে চাইলো না আমি আসলে কী?
তাদের কাছে আমি শুধুই কবিতা বলে পরিচিত। 
না, আমি শুধু কবিতা নই
আমার পিছনে লুকিয়ে রয়েছে গল্প,
সেই গল্প হতে আমার জন্ম। 
সে গল্পের উপর ভিত্তি করে 
লিখে রেখেছে আমায় কোন এক কবি,
হতে পারে সে কাজী নজরুল
অথবা ভানুসিংহ রবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন