কখনো যদি শুনতে ইচ্ছে হয় আমার কথা
যদি দেখতে চাও আমায়,
চলে তখন এসো ফিরে
কষ্ট নদীর কিনারায়।
যেখানে যে নদীর তীরে
জ্বলে আমার চিতা,
যেখানে করেছিলে চলনা
সাজিয়ে নিজেকে অভিনয়ে মাধুবীলতা।
কখনো যদি শুনতে ইচ্ছে হয় আমার কথা
যদি দেখতে চাও আমায়,
চলে তখন এসো ফিরে
কষ্ট নদীর কিনারায়।
যেখানে যে নদীর জলে
সাঁতার কাঁটে আমার অন্তর আত্মা,
যেখানে তোমার নাম জঁপে
আমার বিক্ষত হৃদয়ের প্রতিটি শিরা।
কখনো যদি শুনতে ইচ্ছে হয় আমার কথা
যদি দেখতে চাও আমায়,
চলে তখন এসো ফিরে
কষ্ট নদীর কিনারায়।
যেখানে যে নদী প্রবাহিত
আমার মুক্ত চোখে,
পায়ে ধরি তোদের কেউ
আমার অশ্রু যেন না রুখে।
Always miss her
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন