শুক্রবার, ৭ মার্চ, ২০১৪

নতুন দিনের নতুন সূর্য

আকাশের বুক ছির করে
বেড়িয়ে আসলো অগ্নিময় উত্তাল সূর্য,
তার আলোয় আলোকিত 
পূর্ব-পশ্চিম, উত্তর এবং দক্ষিণ,
রজনীর তিমির অন্ধকারকে তাড়িয়ে 
অর্জন করলো বীরত্ব খেতাপ,
তার তাপে পূর্ব আকাশে 
জাগলো আশার আলো
ধরণীর কুলকে কাঁপালো তাহার তাপ.
কোলাহলপূর্ণ শহরগুলো 
ব্যস্ত কর্মব্যস্ততায়,
সূর্যের আলো পরশ বুলালো 
পথে-প্রান্তরে এবং রাস্তায়.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন