একদিন তর-তাজা এই শরীর
পরিণত হবে লাশে,
পচনের গন্ধ উড়ে বেড়াবে
প্রতিটি নিশ্বাসে।
সেইদিন পাশে কেউ বসবে না
রাখবে না হাতে হাত,
সেইদিন কেউ দিবে না শান্তনা
সারাতে গাঢ় আঘাত।
তখন কেউ ডাকবে না তোমায়
সুন্দরতম নামে,
গভীর ঘুমে ঘুমন্ত তুমি
চিরতম বিশ্রামে।
পরিচয় বলে থাকবে না কিছু
পরিচয় হবে লাশ,
স্থির হয়ে রবে শরীর
জীবনের হলে নাশ।
দার-দেনা, চাওয়া-পাওয়া
সবকিছুতে আসবে ইতি,
লাশ হয়ে থাকবে শুয়ে
পৃথিবীর বুকে তুমি হবে স্মৃতি।
ভাই কাঁদবে, বোন কাঁদবে
কাঁদবে প্রিয় মানুষ,
মরা দেহ অচল হবে
হারিয়ে তার হুশ।
আত্মা ও শরীর ছিন্ন হবে
ভিন্ন দুই জিনিশ,
কেউ তখন নেবে না তোমার খবর
তুমি শুধু বলবে মাঝেমধ্যে
কবরে এসে খবর নিশ।
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪
লাশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন