কবি নই আমি,
তবুও কবিতা লিখতে বসেছি,
কিছু কথা কবিতায় সাজিয়েছি।
সাজসজ্জা নিয়ে কতই ছন্দের খেলা,
মনের উঠানে বসেছে কথার মেলা।
কিছু খেলা, কিছু মেলা,
এই নিয়ে কাঁটে বেলা।
ফের চাই পিছু,
কান পেতে থাকি
যদি বল কথা কিছু।
কিন্তু সে বাক্যহারা
বোবা সে বাক্য হারিয়ে,
নীল আকাশে মেঘ তাড়িয়ে।
শুরুতে অথবা শেষে,
মেঘ গেল ভেসে।
মেঘের সাথে আমিও ভেসেছি,
কবি নই তবুও কবিতা লিখেছি।
কবিতার ছন্দে, কবিতার বন্ধনে
আমিও এক ধরনের কবি
কবিতা লিখি মনের সুখে,
শুনবো বলে কিছু কথা
প্রিয় কারো মুখে।
কে সে, কে-ই বা সে?
যার জন্য এই কবিতা
সে কী জানে আমি কবিতা লিখি,
মুক্ত হস্তে আমি স্বাধীন কবিতার পাখি।
আমার আকাশ, আমার বাতাস,
নিরাশায় আমি হতাশ।
কেউ বলেনা কথা আমার কবিতা নিয়ে,
সবাই ব্যস্ত আমার মন্দ চেয়ে।
জানি আমি খারাপ
ভাল কেউ নই,
আমি জানি না শুধু অভিনয়,
কী করে ভাল সাজতে হয়।
আমি শুধু জানি লিখতে কবিতা
কবিতা নিয়ে পূর্ণ এই আমি,
যদিও তা মূল্যহীন কিছু কথা।
কিন্তু আমি কবি, আমি জানি,
কবিতার মূল্য হবে কত খানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন