শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

তিনটি দ্বীপ

এক দ্বীপে আমি থাকি, অন্য দ্বীপে তুমি,
মধ্যখানে আরেক দ্বীপে স্বর্গ বাস ভূমি।
তিন দ্বীপে চলাচল নীল ঢেউয়ের খেলা,
মাঝ দ্বীপে কেউ থাকেনা, শুধুই অবহেলা।
তোমার দ্বীপে তুমি একা, আমার দ্বীপে আমি একা,
মাঝ দ্বীপে স্বর্গ বাস ভূমি নিঃশব্দে মাখা।
দূরত্ব হতে আরো দূরত্ব দুই দ্বীপের মাঝে,
নীল ঢেউয়ে স্বপ্ন আমাদের তৃতীয় দ্বীপে সাজে।
তৃতীয় দ্বীপ স্বর্গ বাস ভূমি, স্বপ্ন দেয় হাতছানি,
কী করে বল সেখানে আমাদের বাস্তবতাকে আনি।
অনেক কঠিন, ভাল লাগেনা, তুই থাক তোর দ্বীপে,
আমি থাকবো আমার দ্বীপে নিত্য-নতুন চাপে।
মাঝ দ্বীপে থাবকে স্বপ্ন, একা হয়ে ভীষণ,
শুনবে সে নীল সাগরে নীল ঢেউয়ের ভাষণ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন