শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

সুন্দরী লালনা

(আমার লেখা কবিতা এবং আমার আঁকা ছবি)

"সুন্দরী লালনা"

সেই দিন শস্য-শ্যামল সবুজ মাঠে
দেখেছি সুন্দরী এক লালনা,
তার রূপ আগুনঝরা
প্রসূত মনেতে বাসনা।
পুষ্প সদূশ ছিল বিকশিত
উরন্ত তার কেশ,
শাড়ির ফাঁকে দিয়েছিল দেখা
অদম্য নাভিদেশ।
শ্রী ঢাকতে অক্ষম
হাল্কা শাড়ীর আঁচল,
মন-মন্দিরে হল পতীত
উষ্ণ প্রেমো জল।
দেখেছি তখন রূপ আমি তার
পূর্ণকরে নয়ন,
লজ্জাবতী পদ্ম লজ্জায় লাল
মধুময় এক্ষণ।
জানতাম না তার রূপখানি
কতই ছিল দামি,
রূপের নেশায় পিয়াসি ছিলাম
আশক্ত এই আমি।
চুক্ষজুড়ে বক্ষ মেলে
দেখেছি তার রূপ,
সে ছিল বাক্যহারা
ঠোঁটদ্বয় নিশ্চুপ।
চোখদুটি কাজলমাখা
হাতে দেবে রাঙ্গা মেহেদী,
তার রঙ্গে আমি বন্দী
প্রেমাগারের কয়েদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন