বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪

আর কবিতা লিখবো না

আর কখনো কবিতা লিখবোনা
এইটাই হল শেষ,
কবিতার জগৎ ছেড়ে
জানি থাকবো ভাল বেশ।
পুরনো স্মৃতি ভুলা যায়না
ভুলা অনেক দায়,
ফিরে থাকাবো না হারানো পথে
যদি মনপাখী না চায়।
অবেগ নিয়ে কষ্টে আছি
চোখে জমিয়ে জল,
বোবা কেন তুই ভাষা হারিয়ে
খোলে আমায় বল।
এই প্রশ্নের উত্তর জানি
তোর নেই জানা,
তুই আছিস তোরি মত
আকাশে মেলিয়ে ডানা।
তোর হাতে হযেছিল জন্ম
আমার লেখা কবিতার,
সেই কবিতাকে বিদায় জানাই
চোখে জল ভাসিয়ে কান্নার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন