বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪

স্বপ্নকন্যা এবং আমি ১০

তুমি হবে আমার প্রেম
অথবা প্রিয়তমা,
দুজন মিলে চাঁদনীরাতে
আকাশে দেখবো জোছনা।
বারান্দায় থাকবো দুজনে মোরা
প্রেম সাগরের ওপাড়ে,
হৃদয় চিঁড়ে আমি দেখাবো
প্রতিরাতে নিশাচরে।
চাঁদের হাসি ভালো লাগবেনা
লাগবে তোমার মুখ,
জাগবে ভালবাসা শূন্যস্থানে
উঠবে কেঁপে বুক।
মিলন হবে চন্দ্র-তাঁরার,
ফুল ফোটবে স্বপ্ন সাজার।
তাহার মাঝে থাকবো মোরা,
সঙ্গে নিয়ে কৃষ্ণচূঁড়া।
বৃষ্টি হবে নিঝুম রাতে
দূর আকাশে ভাসিয়ে মেঘ
বধূ তখন সাজবে তুমি
চোখে দিয়ে কাজল,
প্রেম ভাসাবো প্রেম সাগরে
ধরবো শাড়ীর আঁচল।
হাতে রাখবো আমার হাত
কোমরে রেখে কোমর,
ভয় পালাবে, লজ্জা পালাবে
জানবে সাড়া শহর।
তুমি হাসবে, আমিও হাসবো
মধুচন্দ্রিমায় দুজনে ভাসবো,
প্রেমের খেলায় থাকবো মেতে
পুষ্প বিছানায় আসন পেতে,
জানালার পাশে পর্দার ফাঁকে
আসবে আলো মধুর রাতে।
বলবে কথা কোমল ঠোঁট,
আকাশে লুকিয়ে চিরকুট।
মুখোশ খোলবে লজ্জাস্থানের
ধরে তোমার রেশমি চুল,
আলতো লাগবে মিষ্টি ছোঁয়া
তেপান্তরে ফোটিয়ে ফুল।
বইবে শিহরণ প্রেমের রাতে
বুকে বাড়িয়ে স্পন্দন,
কাঁপিয়ে তুলবে প্রেম নগরী
প্রেমের রাতের কম্পন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন