পা দিলাম চৌদ্দের কৌটায়
পুরনোকে জানালাম বিদায়,
অতীত স্মৃতিকে তাড়িয়ে দিলাম
ভয় দেখিয়ে কাকতাড়ুয়ায়।
নতুন করে হলাম প্রস্তুত
জীবন তো আর নয় থেমে,
নতুন স্মৃতির উল্লাসে জীবন
নয় বন্দী চিঠির খামে।
চলন্ত সে সবুজ মাঠে
এক পা, দু পা করে অগ্রমুখী,
তার সাথে আজ দুষ্টু সাথী
একরাশি ফুল সূর্যমুখী।
যার ছবিতে সাজলো দেয়ালে
নতুন বছরের ক্যালেন্ডার,
স্মৃতির পাতায় দেয় হাতছানি
না বলা শত উপহার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন