চোখের জলে তোমায় বরণ করেছিলাম
এসেছিলে তুমি সেই জলে ভেসে
মুখে তোমার নকল হাসি
বুকে নিয়ে বিষাক্ত সাপ,
তার ছোবলে মৃতপ্রায় তুমি
চোখেতে রেখে কষ্টের ছাপ।
দীর্ঘ ছিল তোমার প্রহর
জীবন এখন মেহমান,
চলে যাবে তুমি আচমকা
সল্প তোমার অস্থায়ী প্রাণ।
সময়ের কাঁটা যাচ্ছে গোনে
আসবে কখন তোমার শেষ
উঠবে বেজে বিদায়ের ঘন্টা,
হারিয়ে তুমি পালিয়ে যাবে
ভাসিয়ে লাগামহীন মনটা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন