সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

সাগরের ওপাড়

শুনেছি সাগরের ওপাড়ে সুখের নেই অভাব,
সেখানে নাকি স্বার্থহীন প্রতিটি মানুষের স্বভাব।
সেখানে নাকি সবাই সমান,
লুকোচুরি খেলে মান-অভিমান।
সেখানে নাকি গাছে ফুল ধরেনা
শুনেছি ফুলের বদলে ফোঁটে ভালবাসা,
ভেদাভেদ ভূলে সবার মুখে ক্রোধহীন মিষ্টি ভাষা।
সেখানে নাকি দিনের শেষে আবার আসে দিন,
প্রতিটি পথে রূপের বাহার, অচেনা ও অচিন।
শুনেছি সেখানে নাকি বাঘে-হরিণে পানি খায় একসাথে,
ভাঙ্গেনা কখনো হৃদয়  কারো সেখানে অসহায়  রাতে।
শুনেছি সেখানে নাকি ডাঙ্গায় বেড়াতে আসে জলেতে থাকা মাছ,
বিকেল শেষে সন্ধ্যা নামে, গোধূলী লগন সাঁঝ।
সেখানে নাকি সাগর সৈকতে চিকচিক করে প্রতিটি বালিকণা,
শুনেছি স্রোতের জলে মুছে যায় সেখানে সুপ্ত আরাধনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন