পথ চলা অবিরাম
ধ্বংস্তূপের মত রাস্তা,
এই পথে পথিক আমি
চলছি একা বুকে নিয়ে আস্তা।
পথ একেক সময় একেক আকৃতির
কখনো মোটা, কখনো সুরু
মাঝে মধ্যে উঁচু-নিচু,
পথের অল্প অংশ বিশেষ
ভাঙ্গা রয়েছে কিছু।
পথের চারিপাশে সৌন্দর্য অনেক
যা দেখে জুড়ায় চোখ আমার
কিন্তু আমি হলাম পথিক, যাযাবরের মতন
গন্তব্য আমার অস্থায়ী।
যেখানে হয় সন্ধ্যা, সেখানে কাটে রাত
একসময় আসে সকাল, তারপর দুপুর,
অবশেষে বিকাল।
পথ কিন্তু হয়না শেষ,
দীর্ঘ এই পথে আমি চলছি
সেজে পথিক ছদ্মবেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন