আলো আধাঁরের ছায়া পথে একা সেই মানুষ
সে সর্বদা নিঃস্ব ও হতাশাগ্রস্থ,
বিপদের মায়ারেখা তার চারিদিকে
সে জানেনা তার লক্ষ্য,
জানেনা কোথায় তার গন্তব্যস্থল,
পিপাসায় কাতর সে
না জানে কোথায় পাবে জল।
সে গতিশূন্য, সে চিন্তাশূন্য
সে ভাবনাহীন, সে কল্পনাহীন
সে দেখেনা কোন স্বপ্ন,
পেটের ক্ষুধায় ভোগ করেনা
কোন দেশের অন্ন।
মানুষটি যেথায় যায়
তার প্রতিচ্ছবি সেথায় যায়।
ডানে-বামে, উপর-নিচে,
যায় সে মানুষটির পিছে পিছে।
সে আলাদা হয়না মানুষটির শরীর হতে
শরীরের সাথে যেন সে আটকানো।
নানা রঙ্গের এই ভুবনে নিগ্রদের মতন রং তার কালো।
তার রয়েছে একটি নাম, নাম তার ছায়া,
মানুষটির জন্যে প্রতিক্ষণে জাগ্রত তার মায়া।
কিন্তু হায়! সে যায় হারিয়ে
যখন অন্ধকারের কালোতে প্রবেশ করে সে,
খুঁজে পায়না কেউ তখন তাকে
হারিয়ে পিছু চেয়ে।
(আমার আঁকা ছবি)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন