রাতের সাথে কথা আমার
রাতের সাথে কাজ,
জেগে আছি রাত্রি হয়ে
সাড়াটি প্রহর আজ.
রাতের ক্ষণে আনমনা আমি
ভাবনাহীন ভাবানায়,
অলশ আমার যাচ্ছে প্রহর
রাত্রিময় কামনায়.
চোখের ফোটক থাকবে খোলা
রাতের বন্ধুকে নিমন্ত্রন,
সে আসলে গভীর ক্ষণে
জানাবো তাই আমন্ত্রন.
সে আসবে ঘুম হয়ে
দুই চোখেরি পাতায়,
রাতের সাথে হবেনা জাগা
ঘুমন্ত সুখের আশায়.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন