শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

স্বপ্নকন্যা আর আমি ৯

আর কতকাল থাকবো আমি
সংগী ছাড়া একা,
স্বপ্নকন্যা আসবে কাছে
কখন দিবে দেখা.
জানিনা কোথায় রয়েছে সে
আমার জন্য রাখা.
স্বপ্নদেশের প্রান্তজুড়ে
ছবি তারই আঁকা,
একা একা যায় না আমার
সয়ম এখন আর,
কোথায় গেলে পাবো দেখা
প্রিয় স্বপ্নকন্যার.

Time 1:27am

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন