শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

ছবি আঁকা

নিয়ে বসলাম আমার ড্রইং খাতা
রং, তুলি, ব্রাশ, জল রঙ্গের টিউব
লাল, নীল, বেগুনি, সবুজ, হলুদ
নানা রঙ্গের সমাহার।
কী আঁকাবো তাই নিয়ে ভাবনা,
কী দিয়ে করবো শুরু
কী আঁকাবো ড্রইং খাতায়,
ফুল আঁকাবো, নাকী ঘাস,
নাকী আঁকাবো নদীর পাঁড়ে
ক্ষুদে কয়েকটি হাঁস।
হাঁসের সাথে থাকবে ছানা,
কচি তাদের বাড়ন্ত ডানা।
পাশে থাকবে ফুলের বাগান
বাগানে আমার প্রিয় ফুল গোলাপ।
তার পাশে থাকবে খোলা মাঠ
মাঠের সামনে বিরাট দীঘি,
সূর্যের তখন অস্ত যাবে,
ব্যস্ত শহর শান্ত হবে,
সন্ধ্যা তখন আকাশ ছুঁবে,
ঘরের বালক ঘরে যাবে।
ঘরে গিয়ে সে ছবি আঁকাবে
আঁকাবে রঙ্গিন রঙ্গের ছবি,
অথবা, সে হবে কলম হাতে
ছন্ধছাড়া কবি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন