শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

আবেগ অথবা অন্য কিছু

গতকাল রাতে ঝরে পড়লো দু'ফোঁটা চোখের জল,
অনেক্ষন ধরে ঝরছিল বিরতিহীনভাবে,
আয়নায় দাঁড়িয়ে দেখেছিলাম নিজের দুই চোখ
লাল বর্ণ ধারণ করেছিল চোখের কুসুম সাদা অংশ।
মনেতে ছিল হতাশার জলোচ্ছ্বাস, 
মান-অভিমান একসঙ্গে মিশে ক্ষোভের বহিঃপ্রকাশ।
নিষ্ঠুর আমার পাথর এক বুক,
অশ্রুজলে ডুবন্ত দু'চোখ।
এইবার প্রথম বার নয়,
এর আগেও অনেকবার ঝরেছে জল।
কান্নাকে থামাই বল প্রয়োগ করে
একাকী রাতে চোখের মনিকে দেই সান্তনা,
মৃদু হাসিদেই আয়নায় দাঁড়িয়ে,
আয়নায় প্রতিফলিত হওয়া লাল চোখে চোখ রেখে,
হারানোর যন্ত্রনা পাথর বুকেতে মেখে।
একটু থাকাই পিছনের পাতায়,
কতই না সুখী ছিলাম
একা ছিলাম, ভাল ছিলাম,
এলে তুমি জীবনে সৃষ্টিকর্তার ইশারায়
চলে গেলে সেই তুমি উনারি ইশারায়।
আমি হলাম আবার একা,
হারালাম নিজের সুখ, হারিয়ে তোমার দেখা।
এখন আমি ও আমার কল্পনা,
কল্পনাতে আজো সাজাই স্বপ্ন তোমার,
ভাবি আনমনে, নিঃশব্দে অশ্রু নয়নে।
তোমার পূর্বে একা ছিলাম, তোমার পরও আমি একা,
সোজা পথ সোজা ছিল, পথ হারিয়ে এখন বাঁকা।
বিরাট এক পরিবর্তন লক্ষ্যণীয় মনের আকাশে,
হারিয়ে হারানোর বেদনা হৃদয়ের বাতাসে।
জানি না, আর কতকাল ঝরবে অশ্রু চোখ হতে,
কতকাল মুছবো পড়ন্ত অশ্রু পাপী দু'হাতে।
যে হাত দিয়ে হয়েছিল সূচনা প্রেমের,
সে হাতে কবিতা লিখি, তাপে গলীত মোমের।
প্রিয়তমা, এই তাপ আগুনের নয়,
এই তাপ তোমার, তোমার তাপে গলীত আমি।
তোমার তাপে গলীত হয়ে পানি বয়ে আমার দু'নয়নে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন