তুমি স্বপ্নের আকাশে ঘুড়ি উড়াতে যেয়ো না
স্বপ্নের আকাশ অনেক বিশাল
সেখানে একবার ঘুড়ি হারিয়ে ফেললে বারবার খুঁজে পাবেনা।
তুমি স্বপ্নের আকাশে ঘুড়ি উড়িয়ে মুগ্ধ হবে
তুমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইবে স্বপ্নের আকাশের দিকে
কিন্তু স্বপ্নের আকাশ তোমার দিকে ফিরে তাকাবে না।
তুমি নাটাল দিয়ে স্বপ্নের আকাশে ঘুড়ি ভাসাবে
কিন্তু ঘুড়ি ভাসবে না,
বরং ভাসবে তুমি,
স্বপ্নের আকাশ ভাসাবে তোমাকে।
তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে একটি ঝর্ণার কিনারায়
স্নান করবে তুমি সেই ঝর্ণার বিশুদ্ধ পানিতে
তুমি অনুভব করবে পানির লবনাক্ত স্বাদ,
সে স্বাদের তীক্ততায় তুমি অতুষ্ট হবে
তোমার অন্তরের অন্তস্তরে প্রশ্নের উদয় হবে,
তুমি তোমার আবেগতাড়িত আবেগের কাছে জানতে চাইবে
কেন তুমি ঘুড়ি উড়ালে স্বপ্নের আকাশে।
তুমি আরো জানতে চাইবে
কেন তোমাকে নিয়ে গেল স্বপ্নের আকাশ সেই ঝর্ণার কিনারায়,
যে ঝর্ণা ছিল তোমার চোখের জলেতে সৃষ্টি
যে ঝর্ণাতে ঝরে অনবরত চোখের জলেতে বৃষ্টি।
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪
স্বপ্নের আকাশে ঘুড়ি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন