অশুভ এক শক্তির কাছে করেছি মাথা নত,
যে আমাকে দিবে ক্ষমতা অপরিসীম অবিরত।
তার নিকটে করবো বিক্রয় আমার পবিত্র আত্মা,
সেই দাবিতে অভাবনীয় সংলাপ এবং বার্তা।
কথোপকথনের মধ্যখানে উপস্থাপিত আমার কিছু চাওয়া,
মস্তিষ্কে ধ্বনিত তিনবার ঘন্টার কিছু ছোঁয়া।
শরীর ভারি হল, নিশ্বাস বন্ধ হবার উপক্রম,
সফল হল আত্মা বিক্রি, যায়নি বৃথা পাপিষ্ঠের শ্রম।
এখন শুধু চুক্তিপত্রে করতে হবে সাক্ষর,
রক্ত দিয়ে লিখতে হবে নামের প্রতিটি অক্ষর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন