আমি সেই দিন দেখেছি মায়াভরা রাতে
এসেছিলে তুমি কালো অন্ধকারে।
দেখেছি তখন একা নও তুমি,
তোমার সাথে অন্য এক যুবক।
তার হাতে ছিল তোমার হাত
দেখে মনে হচ্ছিল তোমরা প্রেমিক যুগল,
আর আমি ছিলাম খানিকটা কিছু দূরে
নিরব ছিলাম, শান্ত ছিলাম।
আমার ভানবাগুলো প্রশ্নতে রূপান্তর,
কেন তুমি অন্যের বুকে হলে দেশান্তর।
আমি কি অপরাধী ছিলাম, না আমি তো তা নই,
কিন্তু কেন আমার এই বুকে প্রেম নামে তোমার পরিচয়?
এখনো বুকের গহীনে কোন এক অঞ্চলে তোমার নামে আগুন জ্বলে
সেই খানেতে তোমার আগুন কে বল নিভাবে?
চোখের তলায় আগুনের তাপে পড়েছে কালো চাপ
কেউ বুঝে না আমার এই বুক তোমার নামে করে হাহাকার,
তোমার দু'চরনে আমার অশ্রু জানি নিষ্কৃট উপহার।
তবে এই উপহার অনেক রাতের জমানো অশ্রু দিয়ে কেনা,
সেই সব রাতে আমি ছিলাম ঘুমহীন হিমালয়ের সাদা তুষারকণা।
এখনো আমি রাত জাগা পাখি, ব্যবধান শুধু একটাই,
আগে তুমি ছিলে তাই জাগতাম রাত
আর এখন তুমি নেই তাই নিদ্রাহীনতায় জাগে প্রতিটি আমার রাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন