শীতল বাতাসে মুক্ত আকাশে চাঁদের আলোয় এসেছে জোছনা,
রাত্রির শেষাংশে যেন শুরু অন্য এক নতুন সূচনা।
সে নতুনত্ব নিয়ে খোলা বাতায়নে দৃষ্টি যায় আমার,
এবং গগন পানে দেখেছি আমি রাত্রির উজ্জ্বল তারকা হাজার।
সেই সাথে কর্ণপাত করেছি আমি জোনাকির ঝিনঝিন কলরব,
কিন্তু চাঁদের একাকী সৌন্দর্যের সম্মুকে তুচ্ছ এই সব।
তাই সেই নগ্ন চাঁদের রূপে আমার চুক্ষ হয়েছে আলোকিত,
হৃদয়ের সর্বস্তে চাঁদের আলোকরশ্মি নির্বাচিত।
সে আলোর আলোকিত হয়েছে আমার মনের বাতায়ন,
সেখানে শুধু ভ্রমণ করে মিষ্টি চাঁদের মিষ্টি আলোরন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন