সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩

ফেইজবুক

ছোট-বড় মিলে সবাই খোলেছে ফেইজবুক
মোবাইল-পিছিতে রয়েছে তাকানো বিশাল বিশাল চোখ।
সাদা, নীলের মিশ্রণ নিয়ে ফেইজবুকের পাতা
বারোমাস ফেবু হল ইউজারের ছাতা।
হোম মানে বাড়ি নয়, স্ট্যাটাসের বন্যা
সার্চ বক্সে খুঁজি সবাই রুপসী যত কন্যা।
পোক মানে পোকা নয় এটা হল খোঁচা
ফ্রেন্ড রিকুয়েস্ট রিজেক্ট করলে মেয়ে তুমি পচাঁ।
ছেলে তুমিও কম নও, ইজরা সাজো সখে
ফেইক আইডি খোল তুমি কালি মুকে মেখে।
ইনবক্সে হয় কথা ভাবের বিনিময়
কয়জনে দেয় সাহস করে আসল পরিচয়।
অনলাইনে হয় কথা, ইংলিশে চ্যাট
কয়জন জানে বাংলা অর্থ, শব্দ 'ইন্টারনেট'।
হাজার হাজার ফ্যান পেইজ বিশাল সকল গ্রুপ
এই মেয়ে তুই ফেইক, দে রিয়েল ফ্রুপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন