মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

দূরে

দূর হতে দূরে, গিয়ে বহুদূরে
রয়েছ কাছে আগে অথবা পরে
মনের মাঝে, সীমান্তের পাড়ে,
বহুদূরে আপন হয়ে
সৃতি হয়ে, দূরত্ব নিয়ে
রয়েছ কাছে দূর হয়ে।

অনেক দূর, অচেনা সুর
নেই জোড় গায়ে মোর,
আর কত দূর, করেছি ভূল
অপ্রিয় ফুল দূরত্বের কুল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন