শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩

প্রিয় মানুষ

পরিচিত-অপরিচিত মানুষের ভিড়ে প্রিয় কিছু মানুষ
চাইলেই যায় না সেই প্রিয় মানুষদেরকে ভুলা
ইচ্ছা থাকলেই হয়না তাদের হাতে  ধরে চলা,
তারা যেন আকাশের ঐ চাঁদ
হাত বাড়ালেই যায় না রাখা তাদের হাতে হাত।

সেইসব প্রিয় মানুষদের সঙ্গে জুড়ে  রয়েছে আনন্দময় সৃতি,
সাথে হাসি-কান্না, প্রেম-ভালবাসা,
তাই স্বরনীয় হয়ে রয় তাদের সঙ্গে কাটানো
মিষ্টি মিলামিশা।

এই জীবনে সেই প্রিয় মানুষদের অনেক প্রয়োজন
তাদের এখন কাছে পেতে চাই তাই করি আয়োজন।

সব আয়োজন কিন্তু সমান নয়
কিছু আয়োজনে সৃষ্টি হয় ভুল বুঝা-বুঝি,
জীবনটা তখনই হয়ে যায় শূন্য নৌকা,
যার মধ্যে নেই কোন মাঝি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন