সময়ের পরিবর্তনে হয়েছি আমি বন্ধী
মন-মানসিকতায় হয়েছে যুক্ত নিত্য নতুন সন্ধি,
এখন আর নেই ভাবনা জুড়ে পুরনো কোন ছন্দ
মনের চোখে পরেছে ছানি অদ্ভুতভাবে অন্ধ,
কথা-বার্তায় হলাম এখন বাক্যহীন বালক
গম্ভীরতায় হয়েছি গম্ভীর ধ্রুবকহীন চলক,
মনের ভূমি উদার নয়, ক্ষুদ্র তুলনায়
ভাবমূর্তি গম্ভীর যেন ব্যস্ত চলনায়,
সহজ কাজে ব্যস্ত নই, ব্যস্ত কীসের জন্য
পশু তো নই তবুও কেন আচরণে বন্য ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন