মনে ছোট্ট একটি ঘর
সুন্দরভাবে সাজানো,
ঘরের সামনে ফুলের বাগান
মিষ্টি সুবাস মিশানো।
ঘরের প্রধান ফটক বিশাল বড়
অপরুপ কারুকাজ,
তাজমহল সমতুল্য এই ঘরে
মাথায় রয়েছে তাজ।
ঘরের রং সাদা না গোলাপি
আমি স্বয়ং জানি না,
কিন্তু রয়েছে আসা-যাওয়া
মুক্ত ঘরের আঙ্গিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন