রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

সৃতির খাতা

সৃতি নামক খাতার আজ সব পৃষ্ঠা সাদা
মুছে গেছে খাতায় যা ছিল লেখা
মিটে গেছে যে ছবি ছিল আঁকা,
খাতায় নেই কোন সৃতি
নেই প্রেম-ভালবাসা-প্রীতি ,
এখন আর গায় না সৃতিগুলা বেদনার গান
অচেতন আজ আবেগের টান,
চোখের কয়েক ফোটা অশ্রু আজ আর পরে না ঝরে
কষ্ট হয় ভাবতে ভালবাসা কী গেল মরে,
না, সে তো অমর, নেই তার মৃত্যু
কিন্তু কেন এমন হল,
কেন হল সৃতি নামক খাতায় পরিবর্তন,
কী করে হল অদ্ভুত এই কর্তন ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন