সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩

অশ্রু জল

অশ্রু জলে হাবুডুবু হৃদয়ের দুই প্রান্তর
চোখের কোণায় বৃষ্টির ফোঁটায় নিষ্ঠুর এক অন্তর,
মায়াজালে বন্ধী প্রেমে ক্ষুদ্র এক অংশ
অশ্রু জলে সৃষ্ট নদীতে নিষ্ঠুরতার বংশ,
আধা মরা অশ্রু জলে পাথর আকৃতির বক্ষ
মনের ঘরে হাহাকার খালি তাহার কক্ষ,
কষ্ট নেই অশ্রু জলে, নেই কোন ব্যথা
যায় না বলা অশ্রু জলে নিষ্ঠুরতার কথা,
অশ্রু জল সইতে না পেরে ক্লান্ত কঠোর মন
চোখের তলে অশ্রু জলে শুষ্ক আবরণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন