আকাশের বিশালতায় এসেছে কালো মেঘ
বিন্দুমাত্র আনেনি সে মনেতে তার আবেগ,
কিন্তু সে জানতো, আকাশের চোখে ছিল তার ছায়া
পুরনো সেই বুকে হারানো সেই মায়া,
মেঘের জন্য ছিল প্রস্তুত আকাশের নিত্য-নতুন উপহার
অসমাপ্ত ছিল তাদের গল্পের উপসংহার,
আকাশের শান্ত মন আর অশান্ত ছিল মেঘের ছোঁয়া
যার ছোঁয়াতে সেজেছিল বুকে অল্প কিছু চাওয়া,
কিন্তু আকাশ ব্যর্থ, সে পারেনি বুঝতে মেঘের পিছনে ছিল ঝর
সে ঝড়ের আঘাতে আকাশের বুকে মেঘ হয়েছে তার পর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন