বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

বিদায় রাজকন্যা

আমার প্রিয় রাজকন্যাকে আমি জানিয়ে দিয়েছি বিদায়
রাজকন্যার সাথে দীর্ঘ সময় হবে না যোগাযোগ,
মনে রাখবো শুধু রাজকন্যাকে আমি
করবো না জীবন হতে বিয়োগ।

রাজকন্যা আমার প্রেমিকা
আমার জীবনের প্রথম প্রেম,
হৃদয়ের মনিকোঠায় সর্বদা থাকবে টাঙ্গানো
রাজকন্যাটির ছবির ফ্রেম।

মনে রেখো শুধু তুমি ওয়াদাটি আমার
যে কথা আমি বলেছি শেষ
কখনোই যাব না আমি তোমায় ভুলে,
থাকবে তুমি সব সময় রাজকন্যা হয়ে
আমার বুকের উপকূলে।

ভয় পেওনা তুমি,
নেই আমার আজ কোন দাবী
তুমি নউ এখন আমার হৃদয়ের চাবি,
হৃদয়ের তালা আজ বদলে গেছে
হৃদয়ের দরজা আজ বদলে গেছে
হৃদয়ে জুড়ে এখন পাথরের অস্তিত্ব
চলছে বেড়ে তোমার আমার দূরত্ব।

কিন্তু মনে রেখো তুমি একটি কথা তোমার ওই নিষ্পাপ বুকে
তুমি হলে রাজকন্যা, আমার কবিতার জননী
যার জন্য আজো জাগতে পারি অন্ধকারে রজনী।

ভয় পেওনা তুমি,
আমি আজ আর চাই না তোমার প্রেম
আমি আজ চাই শুধু তোমার একটু ছায়া
যে ছায়াটা হবে বন্ধুত্বের,
অন্য এক গুরুত্বের।

তুমি শুধু যেওনা আমায় ভূলে
আমি যে তোমার বন্ধুত্বের ভিক্ষুক
ফিরিয়ে দিওনা আমাকে তুমি খালি হাতে,
আমি শুধু হতে চাই বন্ধু তোমার বন্ধুত্বের পথে।
দিওনা আমাকে বিদায় তুমি চিরতরে,
আমি আসবো একদিন তোমার কাছে
হয়ত তখন দাঁড়িয়ে থাকবো বন্ধুত্ব নামক তীরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন